শনিবার, ৮ আগস্ট, ২০২০

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে অগ্নিকান্ড।


    কাঁথি, পূর্ব মেদিনীপুর - কাঁথি মহকুমার দেশপ্রাণ ব্লকে পেটুয়াঘাট মৎস্য বন্দরে অগ্নিকান্ডের ঘটনায় দুটি ট্রলার ভস্মীভূত।দমকল ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তার আগে স্থানীয়রা নিজেদের চেষ্টায় অনেকখানি 
নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী ট্রলারের বিদ্যুৎ ব্যবস্থার গোলযোগে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে। অন্য সূত্রের খবর অনুযায়ী ট্রলারের ভেতরে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লাগে।কোন হতাহতের খবর নেই। দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...