শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ভার্চুয়াল মাধ্যমে দিনভর বিদ্যাসাগরের জন্মদিন পালন করল শিক্ষক সংগঠন বি জি টি এ ।

ভারত নিউজ - মহামারী, লকডাউন প্রভৃতি কারণে প্রকাশ্য অনুষ্ঠানে অনেক বাধা-নিষেধ। এই কারণে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ভার্চুয়াল মাধ্যমে দিনভর প্রায় বারো ঘণ্টা ধরে বিদ্যাসাগরের জন্মদিন পালন করল। বিদ্যাসাগরের জীবনী ও কাজকর্মের ওপর বক্তৃতা, গান, আবৃত্তি সমস্ত কিছুই করা হয়। পুরোটাই অনলাইনে অনুষ্ঠিত হয়। নারী স্বাধীনতা ও শিক্ষায় বিদ্যাসাগরের অবদানের বিষয়টি তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সম্পন্ন করার জন্য সংগঠনের শিক্ষিকারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের নেত্রী দীপান্বিতা সামন্ত সহ অন্যান্য শিক্ষিকারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য বলেন, রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনাকে কেন্দ্র করে সংগঠনের উৎপত্তি কিন্তু শিক্ষক সংগঠন হিসেবে সমাজে ও রাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধ তাই মহামারী ও আমফানে আমাদের সংগঠন সরকারি ত্রাণ তহবিল থেকে মানুষের ঘরে সরাসরি সাহায্য পৌঁছে দিয়েছে। দীর্ঘ ক্লাস বন্ধে আমাদের সংগঠন অনলাইনে প্রতিনিয়ত ক্লাস নিয়েছে। সেইসঙ্গে বিদ্যাসাগরের যে অনড় মনোভাব তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল বি জি টি এ বিদ্যাসাগরের সেই আদর্শকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অনঢ় মনোভাবেই তার লক্ষ্যে পৌছবে। সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বিদ্যাসাগরের জীবনের কিছু অজানা কর্মকাণ্ড তুলে ধরেন। যেমন বিদ্যাসাগর হোমিওপ্যাথি নিয়ে একসময় দীর্ঘ মনোনিবেশ ও চর্চা করেছিলেন । 
 রাজ্যে স্নাতক শিক্ষকের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজারের মতন। ফলে রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে তারা একটি বড় সংগঠন। বি জি টি এ তাদের সাংগঠনিক কাজকর্ম আপাতত ভার্চুয়াল মাধ্যমে চালিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যরা তাদের অধিকার ও তাদের বক্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ইমেল ও এসএমএস করে জানাচ্ছে।  বিপুল সংখ্যক স্নাতক শিক্ষক ও তাদের পরিবারের সদস্য সংখ্যা ধরে তারা একটি  ফিগারের রূপ নিতে পারে ফলে আগামী বিধানসভায় এই সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা সরাসরি কোনও দলকে সমর্থন করবোনা তবে আমাদের আন্দোলনের পাশে যারা থাকবে তাদের স্বাগত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...