অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
পাঁশকুড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা পজিটিভ ।
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর বয়স ষাট। তাঁর বাড়ি পাঁশকুড়ার ভবানীপুর গ্রামে। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এই কারণে নমুনা পরীক্ষা করতে দিয়ে আসেন। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। রাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এদিকে গত কয়েকদিন ধরে পাঁশকুড়া বাজার এলাকায় পাড়ায় পাড়ায় স্যানিটাইজেশনের কাজ চলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন