ভারত নিউজ - রাজ্য রাজনীতিতে ছন্দপতন। মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। কংগ্রেস তিনি ছোড়দা নামে পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার গভীর রাতে তিনি মারা যান। কয়েকদিন আগে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক এবং একবার লোকসভার সাংসদ ছিলেন। শিয়ালদহ বিধানসভা আসন থেকে বেশ কয়েকবার জয়লাভ করেন। পরবর্তীকালে ২০০৯ সালে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন এবং ডায়মন্ড হারবার লোকসভা আসনে তৃণমূলের টিকিটে জয় লাভ করেন। তবে পরবর্তীকালে আবার কংগ্রেসেই ফিরে আসেন। প্রদেশ কংগ্রেসে একসময় দুটি গোষ্ঠী ছিল সোমেন মিত্র গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। মূলতঃ, সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন