ভারত নিউজ - অবশেষে বহুপ্রতীক্ষিত রাফেল ভারতের মাটিতে ল্যান্ড করল। এই মুহূর্তে রয়েছে হরিয়ানার আম্বালাতে বায়ুসেনার ঘাঁটিতে। ফান্সে তৈরি এই রাফেল চালানার জন্য ভারতের পাইলটরা ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। ফরাসি রাফেল কথার অর্থ বাতাসের ঝাঁক, সামরিক অর্থে রাফেল কথার অর্থ আগুনের বিস্ফোরণ। রাফেল এর বিশেষত্ব এইযে শত্রুপক্ষের ছশো কিলোমিটার ভেতরে প্রবেশ করে আঘাত হানতে পারে। রাফেল এতটাই কার্যকরী ও অত্যাধুনিক যে ভারতের সামরিক সম্ভার আমূল বদলে দেবে। রাফেল নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা তবে শেষ পর্যন্ত ভারতীয় বায়ুসেনার হাতে এলো রাফেল। মূলত ভারত - ফ্রান্সের মৈত্রী সম্পর্কের কারণে ভারতকে রাফেল দিতে সম্মত হয়। কেন, জরুরি ছিল রাফেলের মত অস্ত্র ? ভারতের সীমান্তে রয়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশ এবং চীনের মতো সাম্রাজ্যবাদী দেশ। বাংলাদেশ, আফগানিস্তানের মত দুর্বল শত্রুর কথা ছেড়েই দিলাম। প্রতিবেশী ভালো হলে মানুষ সুখে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষ ভদ্রস্থ প্রতিবেশী পায়নি তাই ভারতকে আগ্রাসনের জন্য নয় নিজের সামরিক সুরক্ষার জন্য অস্ত্রসম্ভার বৃদ্ধি করতে হয়েছে। পাকিস্তান প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে ভারতের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মদত রয়েছে চীনের অপরদিকে চীন একটি মহাশক্তিধর দেশ প্রযুক্তি, বিজ্ঞান, সামরিক কৌশল সবকিছুতেই অনেকটাই এগিয়ে এই কারণে ১৯৬২ সালে ভারত চীনের কাছে বিপর্যস্ত হয়েছিল। বিশ্বের যে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান ও চীন প্রতিবেশী রাষ্ট্র এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা শক্তিশালী না করলে বিপন্ন হতো দেশের সুরক্ষা। কিছুদিন আগেই চীন ভারত আক্রমণ করেছিল। ভারতের কয়েকজন সৈনিক শহীদ হয়। ভারতও পাল্টা দেয় তাই চিন আর অগ্রসর হওয়ার সাহস পায়নি। রাফেল পাকিস্তান-চীন উভয়ের কাছেই শিরঃপীড়ার যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। কিছু প্রতিক্রিয়াশীল মানুষ মন্তব্য করবেন যুদ্ধ নয় শান্তি চাই। দেশে চরম দারিদ্র্য তাহলে এত টাকার অস্ত্র কেনার কী দরকার ছিল। এক্ষেত্রে যেটা বলার দরকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, কর্মসংস্থান এর সাথে দেশের সামরিক ব্যবস্থা, সুরক্ষা গুলিয়ে ফেললে বা ইচ্ছাকৃত নেতিবাচক মন্তব্য করলে হবেনা। প্রতিটি বিষয়ের জন্য পৃথক বরাদ্দ থাকে। খাদ্য সংকটের জন্য, দারিদ্র্যের জন্য দুর্নীতি দূর করতে হবে, রেশনিং ব্যবস্থায় ঘুঘুর বাসা সরাতে হবে। নিয়মিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কিন্তু দেশের সুরক্ষা ঠিক না থাকলে বাকি সমস্ত কিছুই ভেঙে পড়বে তাই কারো উপর আগাম প্রয়োগ নয় নিজের সুরক্ষার জন্য রাফেল ঠিক যেভাবে পরমাণু নীতি নেওয়া হয়েছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন