মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নন্দীগ্রামে করোনায় যুবকের মৃত্যু, নয় তারিখ পর্যন্ত লকডাউন ।

ভারত নিউজ, পূর্ব মেদিনীপুর - নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত নন্দীগ্রামে এক যুবকের মৃত্যু হল করোনায়।  তার জেরে আগামী ৯ই আগস্ট পর্যন্ত নন্দীগ্রাম বাজার লকডাউন করার সিদ্ধান্ত নিল প্রশাসন। কয়েক দিন ধরে জ্বরে ও শ্বাসকষ্টে ভুগছিল ওই যুবক।  এরপর নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় সেখানেই তার মৃত্যু হয়। তার রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছে। ওই যুবক কলকাতায় একটি সংস্থায় কাজ করতো। আপাতত সংক্রমণ রোধ করতে প্রশাসন নন্দীগ্রাম বাজারে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।  আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। মৃত ব্যক্তির বাড়ি নন্দীগ্রাম বাজারের মধ্যেই হাসপাতাল মোড়ে। 
 পূর্ব মেদিনীপুরে কাঁথি, হলদিয়া, কোলাঘাট, পাঁশকুড়া পুর এলাকা, তমলুক শহর প্রভৃতি জায়গায় তুলনায় সংক্রমণের হার বেশি । পূর্ব মেদিনীপুরে বড়মা হাসপাতালের পাশাপাশি কাঁথিতে একটি নার্সিংহোমকে সরকার অস্থায়ী করোনা হাসপাতলে পরিণত করেছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...