সোমবার, ২৭ জুলাই, ২০২০

খেজুরির তেখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়লো বেকারির গাড়ি ।

ভারত নিউজ,  পূর্ব মেদিনীপুর- খেজুরির তেখালিতে রাস্তার ধারে নয়ানজুলিতে  পড়লো বেকারির গাড়ি। দ্রুতগামী গাড়িটির সামনে একটি বাচ্চা ছেলে চলে আসায় গাড়িটি দ্রুত ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে পড়ে। গাড়ীর চালক সামান্য জখম হয়েছে। পরে স্থানীয় লোকের সহযোগিতায় চালককে গাড়ি থেকে উদ্ধার করা হয় । ঘটনাটি নন্দীগ্রাম, খেজুরির সংযোগস্থলে বা সীমান্তে অবস্থিত তেখালি ব্রিজের কাছে হয়েছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...