রবিবার, ২৬ জুলাই, ২০২০

বড়মা হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যানসহ আঠেরোজন ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর- আজ পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। সেইসঙ্গে বড়মা হাসপাতাল থেকে আজ আঠেরো জন সুস্থ হয়ে ছাড়া পেলেন। কয়েকদিন আগে পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান উপসর্গ নিয়ে বড়মাতে ভর্তি হয়েছিলেন। উল্লেখ্য, সরকার বারবার দাবি করেছে ভারতে করোনা সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।সরকারের এই দাবি খুব একটা গুরুত্ব পায়নি। এখানে বিশ্বের অন্যান্য দেশের জনসংখ্যার সঙ্গে ভারতের জনসংখ্যা ও আয়তন তুলনা করতে হবে। সেইসঙ্গে ভারতে আক্রান্ত ও সুস্থতার হারটাকেও খতিয়ে দেখতে হবে। সেইসঙ্গে ভারতে বিপুল জনঘনত্বের কারণে পুরোপুরি নিয়ম মেনে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছেনা এবং মানুষের রুজিরুটি ও যোগান অব্যাহত রাখার জন্য লকডাউন আংশিক কখনও শিথিল কখনও পূর্ণ কখনও রোস্টার মেনে এভাবে করতে হচ্ছে। তারপরেও যে সংক্রমণটা হচ্ছে সেটা হয়তো একটা পাড়ায় একজন বা দুজন বা কোথাও শূন্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...