বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।

নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।দলের নাম রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন তবে তিনি কোন দলের সঙ্গে জোট করবেন কিনা সেটা এখনই জানা যায়নি তবে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি বাংলায় এসে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের কথা বলেছিলেন তবে ধর্মনিরপেক্ষ দল গড়ার ফলে কংগ্রেস বা সিপিএমের আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে সমস্যা নেই । ইতিমধ্যে , কংগ্রেস ও সিপিএম নেতৃত্বের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে তবে মিম আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করলে সেক্ষেত্রে কংগ্রেস , সিপিএম আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবে কিনা জানা যায়নি । আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফলের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকী কয়েকটি আসন পেলে কিংমেকার হয়ে উঠতে পারেন তবে তিনি নিজে প্রতিদ্বন্দিতা করবেন না বলে জানিয়েছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...