মুম্বাইতে কঙ্গনা রানাওয়াতের ফ্ল্যাট নাকি অবৈধ নির্মাণ ! তাঁর অফিস , ফ্ল্যাট সবকিছুই নাকি অবৈধ নির্মাণ এই দিন কয়েকের মধ্যে জানা যাচ্ছে । কিন্তু প্রশ্ন হচ্ছে একটা আবাসনে অনেকগুলো ফ্ল্যাট থাকে তাহলে তাঁর ফ্ল্যাট যদি অবৈধ নির্মাণ হয় তাহলে পুরো আবাসনটাই অবৈধ নির্মাণ । একটা আবাসনে যদি ষোলটা বা তার কম বেশি ফ্ল্যাট থাকে সেখানে পুরো আবাসনটার নির্মাণ বৈধ এবং একটা ফ্ল্যাটের নির্মাণ অবৈধ সেটা কি করে হয় ? এতদিন মুম্বাই পুরসভা কি করছিল ? মুম্বাই পুরসভা ও মহারাষ্ট্র সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে মুম্বাইয়ের সমস্ত অবৈধ নির্মাণ ভাঙ্গা হবে তাহলে এটা একটা 'নিরবচ্ছিন্ন প্রক্রিয়া' হবে একজনের ঘর ভেঙে সেটা বন্ধ হয়ে যাবেনা সাধারণভাবে সেটাই বোঝায় । কঙ্গনার ফ্ল্যাট যদি অবৈধ হয় তাহলে ঐ আবাসনের মালিক বা তার নির্মাণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা কেন ? কোন আবাসন বা যেকোনো নির্মাণ করার আগে স্থানীয় পুরসভার কাছে প্ল্যান পাস করাতে হয় এবং নির্মাণ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ হওয়ার কাগজ জমা দিতে হয় যদি কাগজপত্রে কোন গরমিল থাকে মুম্বাই পুরসভা আবাসন মালিক বা প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন ? ফ্যাট ক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কি তাহলে তো ক্রেতা এবং বিক্রেতা উভয়েই দোষী । মুম্বাই পৌরসভা তাহলে শহরের সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দিক এবং সমস্ত আবাসনের ক্রয়-বিক্রয় নিয়ম মেনে হয়েছে কিনা সেটা খতিয়ে দেখুক ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

-
ভারত নিউজ (জেলার খবর), মুর্শিদাবাদ - এবার আর থানায় ছুটতে হবে না, থানা অভিযোগ নিতে পৌঁছে যাচ্ছে আপনার ঘরে। এমনই ভ্রাম্যমাণ থানার উদ্যোগ নিয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন