সোমবার, ২২ জুন, ২০২০

গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তা মেরামতে লাগলো ।

ভারত নিউজ, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর - প্রশাসনিক দরবার করেছে বারবার কিন্তু সাড়া মেলেনি। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বর্ষাকালে রাস্তার বহু জায়গা ডুবে যায়। বর্ষা আসছে, ভয় সাপের উপদ্রব নিয়ে। তিন কিলোমিটার দূরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু জরুরী অবস্থায় রোগীকে নিয়ে যাবে কী করে রাস্তার এমনই অবস্থা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারবেনা তাই শেষমেশ গ্রামবাসীরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে উদ্যোগী হল। এটি কোলাঘাট ব্লকের সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত । এই রাস্তা দিয়ে প্রতিদিন গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠে কয়েকশো ছাত্র-ছাত্রী যাতায়াত করে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার জন্য এটিই একমাত্র রাস্তা। 


নিজেরাই এগিয়ে এলো রাস্তা সারাই করতে। ইটভাটা থেকে মোটর চালিত ভ্যানে করে নিজেদের খরচে ইটের টুকরো এনে নিজেদের শ্রমে রাস্তা মেরামত করার জন্য এগিয়ে এলো। গ্রামবাসীরা প্রতিটি স্তরে তাদের নিজেদের দায়িত্ব  পালন করেছে। প্রথমে সমস্ত স্তরে আবেদন জানিয়েছে তারপর নিজেরাই উদ্যোগী হয়েছে। দেশের প্রতিটি অংশে এইরকম সুনাগরিক পাওয়া গেলে দেশটাকেই বদলে দেওয়া যেত । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...