শনিবার, ২০ জুন, ২০২০

পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পশ্চিম মেদিনীপুরের পিংলার একটি ক্লাবের ।

ভারত নিউজ, নীলাদ্রি শেখর মান্না, পিংলা - ছোটবেলার  পাঠ্য বিষয় আজ মঙ্গলবার  পাড়ার জঙ্গল  সাফ করার দিন। ক্লাব বা  সংঘগুলি  চাইলে  সামাজিক কাজে  অবতীর্ণ হতে পারে  এবং সমাজকে পরিবর্তন করতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের করকাই চার নম্বর গ্রাম পঞ্চায়েতের করকাই বাটিটাকী নবারুণ সংঘের পক্ষ থেকে আজ গ্রামের রাস্তাঘাট,ক্লাব ,পাঠাগার,স্কুল প্রাঙ্গণ সাফাই অভিযান এবং  ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক কর্মসূচি সম্পাদন করে, এ প্রসঙ্গে ক্লাবের সম্পাদক সবার সামনে ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি নিয়ে ছোট বক্তব্য তুলে ধরেন। 
ক্লাবগুলিতে বেশিরভাগ যুব সম্প্রদায়ের আনাগোনা। তারা ক্লাবগুলোকে সামাজিক কাজের কেন্দ্রবিন্দু করে তুললে সমাজ তথা রাজ্য তথা দেশটাই বদলে যেত। তাছাড়া ক্লাব বা সংঘগুলির গ্রামে, এলাকায় এবং সমাজে একটা প্রভাব থাকে। মানুষও ক্লাবগুলিকে মান্যতা দেয়। লকডাউন অমান্য করা, মুখে মাস্ক না পরে বাইরে বেরোনো, যত্রতত্র থুতু ও পানের পিক ফেলা প্রভৃতি রোধে ক্লাবগুলি সচেতনতায় এগিয়ে এলে মানুষ নিয়ম কানুন মেনে চলবে। প্রশাসনের পক্ষে মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছানো সম্ভব না হলেও ক্লাবগুলির পক্ষে সম্ভব । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...