শুক্রবার, ১২ জুন, ২০২০

বড়মা থেকে সুস্থ হয়ে চোদ্দজন করোনা আক্রান্ত ছাড়া পেল।

ভারত নিউজ - বড়মা অস্থায়ী করোনা হাসপাতাল থেকে আজ চোদ্দো জন সুস্থ হয়ে ছাড়া পেল। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আফজল শাহ তাদের ফুলের তোড়া দিয়ে বিদায় দেন। আজ যারা ছাড়া পেলেন তারা অধিকাংশই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এর বাসিন্দা। এছাড়া এই হাসপাতালের শয্যা সংখ্যা আরো পঞ্চাশটি বৃদ্ধি করা হয়েছে। এর আগেও এই হাসপাতাল থেকে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...