সোমবার, ৮ জুন, ২০২০

বড়মা করোনা হাসপাতাল থেকে আজ একসাথে চব্বিশজনকে ছাড়া হল।

ভারত নিউজ - বড়মা করোনা হাসপাতাল থেকে আজ একসাথে চব্বিশজনকে ছাড়া হল । কয়েকদিন আগে নজনকে ছাড়া হয়েছিল। তারপর আটানব্বই জন ভর্তি ছিল । এখানে যাদের আনা হয়েছিল সবাই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন । 
                
এখানে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের করোনা আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে। ভিন রাজ্যে কর্মরতরা বাড়ি ফিরে আসায় করোনা আক্রান্তর সংখ্যা এখন একটু বেশি । তাই বড়মাতে শয্যা সংখ্যা  বাড়ানোর চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বড়মা হাসপাতাল এসে পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। এখানে যেসব আক্রান্তরা ভর্তি হয়েছিলেন তারাও হাসপাতালের পরিষেবা নিয়ে খুশি। চিকিৎসক, সিস্টার, স্বাস্থ্যকর্মীদের সমবেত প্রচেষ্টায় বড়মা হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...