ভারত নিউজ, পাঁশকুড়া - এবছর পাঁশকুড়ার তিনতৌড়ি বেগুনবাড়ির কালী পুজো বন্ধ থাকছে । প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো এই পুজো করোনা ভাইরাস সংক্রমণের কারনে পুজো ও মেলা বন্ধ থাকছে । পাঁশকুড়া ও আশেপাশের অনগ্রসর মানুষদের মধ্যে এই পুজো খুব জনপ্রিয় ছিল । এক সময় বলির জন্য খুব বিখ্যাত ছিল । এটি পাঁশকুড়া এক নম্বর ব্লকের অর্ন্তগত ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে । এটি পাঁশকুড়া - খড়গপুর রেল লাইনে খিরাই স্টেশন এর কাছে অবস্থিত। পুজোর ইতিহাস প্রসঙ্গে এই এলাকার লোকজন জানান, হিনু ও দিনু নামে দুই ভাই ছিল। তারা ছিল খুব দরিদ্র পরিবারের ।সেই সময়ে, কলেরাতে কোনও চিকিৎসা ছিল না, একবার এই অঞ্চলে এই রোগটি ছড়িয়ে পড়ে। হিনু ও দিনুও বিপজ্জনক কলেরা রোগে আক্রান্ত হয়েছিল। তারা কালীদেবীর কাছে প্রার্থনা করেছিল যে এই রোগ নিরাময় হলে তারা দেবীর উপাসনা করবে। কয়েকদিন পরই দুই ভাই পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তবে মন্দির তৈরি করার মতো সামর্থ্য ছিল না। দুই ভাই বাগদি সম্প্রদায়ের ছিল। বেগুনবাগানে প্রথম পুজোটি সম্পন্ন হয়েছিল, এরপর পুরো গ্রামটির নাম হয়ে যায় বেগুনবাড়ি। আদি মন্দিরটি জরাজীর্ণ হয়ে যাওয়ার পর দক্ষিণেশ্বরের আদলে নতুন মন্দির নির্মিত হয় । অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে কলেরায় পূজোর সূচনা হয়েছিল করোনায় থমকে দাঁড়ালো । কর্তৃপক্ষ জানিয়েছে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী বছর পুনরায় পুজো শুরু হবে ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

-
কেরালায় খুন হলেন কমরেড হক মহম্মদ এবং কমরেড মিথিলাজ । অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ধিক্কার জানালো কেরালা কংগ্রেসকে । উল্ল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন