বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল ।

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল তিন বছর ও পাঁচ বছরের জন্য । উল্লেখ্য , জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিতে তাঁর নিরাপত্তায় ঢিলেমির অভিযোগ আনা হয় । এই তিন আইপিএস অফিসার ঐদিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন । জে পি নাড্ডা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । উল্লেখ্য , সংবিধান অনুযায়ী আইপিএস অফিসার যখন রাজ্যে নিযুক্ত হন তখন কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে গেলে রাজ্যের সম্মতি দরকার হয় । আবার একটি ধারায় বলা হয়েছে আইপিএস অফিসারের পোস্টিং সংক্রান্ত কেন্দ্র - রাজ্য বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন । তিনি এই সংক্রান্ত একটি ট্যুইট করেছেন প্রতিবাদ জানিয়ে । তাঁদের ইন্দো - টিবেটান বাহিনী , এসএসবি , পুলিশ রিসার্চ ব্যুরো প্রভৃতি জায়গায় নিয়োগ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...