আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন।
১) নতুন নাম তুলতে Form-6
২) অন্য বিধানসভা থেকে ভোট ট্রান্সফার করার জন্যও Form-6 ( তবে সঠিক স্থানে টিক দেবেন এবং এপিক নং অবশ্যই লিখবেন )
৩) পরিবারের কোন ব্যক্তি মারা গেলে, বা কোনো কারণে নাম বাতিল বা বাদ দিতে হলে Form-7 ( তবে যিনি আবেদন করবেন তার পার্ট নং ও সিরিয়াল নং, এপিক নং লিখতে হবে )
৪) আপনার এপিক কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য Form-8 ( নতুন ভোটার তালিকা থেকে পার্ট নং ও সিরিয়াল নং লিখবেন এবং কি সংশোধন করতে হবে সেটা বাংলায় বিস্তারিত লিখুন । তবে নামের বা আত্মীয়ের নামের পুরোপুরি পরিবর্তন সম্ভব নাও হতে পারে । )
৫) একই বিধান সভার মধ্যে একটি বুথ থেকে অন্য বুথে ভোট ট্রান্সফার করার জন্য Form 8A .
কাগজ পত্র নতুন নাম তোলার জন্য যা লাগবে -
1) বয়সের প্রমাণ
2) স্থায়ী বাসিন্দার প্রমাণ
3) পিতা /মাতার ভোটার কার্ড ও লিংকেজ ।
মৃত ব্যাক্তির নাম বাতিল করতে ডেথ সার্টিফিকেট দিতে হবে ।
সংশোধনের জন্য যা সংশোধন করতে চান তার স্বপক্ষে কাগজ দিতে হবে ।
এ বছর আপনার ফর্ম জমা করে BLO' র থেকে জেনে নেবেন আপনার হেয়ারিং হবে কিনা । কারণ সকলের হেয়ারিং নাও হতে পারে ।
সব সময় চেষ্টা করবেন আপনার ফর্ম প্রথম সপ্তাহের মধ্যেই জমা করতে তাতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে ।
আরো বিস্তারিত জানতে আপনার এলাকার BLO' র সাথে যোগাযোগ করুন ও তাঁদের সহযোগিতা করুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন