বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আজ থেকে শুরু ভোটার তালিকার কাজ চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত ।

আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন।
১) নতুন নাম তুলতে Form-6
২) অন্য বিধানসভা থেকে ভোট  ট্রান্সফার করার জন্যও Form-6 ( তবে সঠিক স্থানে টিক দেবেন এবং এপিক নং অবশ্যই লিখবেন ) 
৩) পরিবারের কোন ব্যক্তি মারা গেলে, বা কোনো কারণে নাম বাতিল বা বাদ দিতে হলে Form-7 ( তবে যিনি আবেদন করবেন তার পার্ট নং ও সিরিয়াল নং, এপিক নং লিখতে হবে )
৪) আপনার এপিক কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য Form-8 ( নতুন ভোটার তালিকা থেকে পার্ট নং ও সিরিয়াল নং লিখবেন এবং কি সংশোধন করতে হবে সেটা বাংলায় বিস্তারিত লিখুন । তবে নামের বা আত্মীয়ের নামের পুরোপুরি পরিবর্তন সম্ভব নাও হতে পারে । )
 ৫) একই বিধান সভার মধ্যে একটি  বুথ থেকে অন্য বুথে ভোট ট্রান্সফার করার জন্য Form 8A . 

কাগজ পত্র নতুন নাম তোলার জন্য যা লাগবে -
1) বয়সের প্রমাণ
2) স্থায়ী বাসিন্দার প্রমাণ
3) পিতা /মাতার ভোটার কার্ড ও লিংকেজ । 

মৃত ব্যাক্তির নাম বাতিল করতে ডেথ সার্টিফিকেট দিতে হবে । 

সংশোধনের জন্য যা সংশোধন করতে চান তার স্বপক্ষে কাগজ দিতে হবে । 

এ বছর আপনার ফর্ম জমা করে BLO' র থেকে জেনে নেবেন আপনার হেয়ারিং হবে কিনা ।  কারণ সকলের হেয়ারিং নাও হতে পারে ।

সব সময় চেষ্টা করবেন আপনার ফর্ম প্রথম সপ্তাহের মধ্যেই জমা  করতে তাতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে ।

আরো বিস্তারিত জানতে আপনার এলাকার BLO' র সাথে যোগাযোগ করুন ও তাঁদের সহযোগিতা করুন ।

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মাস্টারমশাই আর কিছু দেখবেননা , উনি ইহজগতের মায়া কাটিয়ে পরলোকে চলে গিয়েছেন ।

মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি । না উনি সত্যিই আর কিছু দেখবেননা কারণ মাস্টারমশাই সৌমিত্র চট্টোপাধ্যায় ইহজগতের মায়া কাটিয়ে অন্য জগতে চলে গিয়েছেন । অপুর সংসার , ঝিন্দের বন্দী , চারুলতাসহ একাধিক সিনেমার জন্য তিনি প্রোথিতযশা অভিনেতা হিসেবে পরিচিত তবে বর্তমান প্রেক্ষিতে বিভিন্ন সময় তপন সিংহ পরিচালিত 'আতঙ্ক' সিনেমায় মাস্টারমশাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলা সেই বিখ্যাত লাইনটি উঠে আসে , "মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি । " ২০২০ সালের ১ অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শমতো করোনার নমুনা পরীক্ষা করা হলে ৫ অক্টোবর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিন ৬ অক্টোবর তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় । এখানে ১৪ ই অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় খানিক সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থাতে ২৪ শে অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালাইসিস করানো হয়, প্লাজমা থেরাপি পূর্বেই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে ১৫ই নভেম্বর, ২০২০ তারিখে ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 
    সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন।
     পরিচালক সৃজিত বাবু বলেন , "উনি একজন ইনস্টিটিউশন, বিশাল একটা বট গাছের মতো ।"

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মন ক্ষতিপূরণের চেক পেলেন ।

প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মন ক্ষতিপূরণের চেক পেলেন, দীর্ঘ আন্দোলনের পরে । বিগত পঞ্চায়েত নির্বাচনে রহস্যজনকভাবে নিখোঁজ এবং প্রয়াত হন তরুণ শিক্ষক রাজকুমার রায় । তাঁর স্ত্রী অর্পিতা রায় বর্মনের হাতে ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকার চেক তুলে দেয় নির্বাচন কমিশন দপ্তর। রাজকুমার রায় হাই মাদ্রাসার ইংরেজির শিক্ষক ছিলেন । গত পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রিসাইডিং অফিসার ছিলেন । ভোট শেষ হওয়ার পর রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাঁকুড়ায় এলেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাঁকুড়ায় এলেন । মধ্যাহ্নভোজন সারলেন এক দলিত পরিবারে । উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ , পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়া , বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ অন্যান্যরা । অমিত শাহ বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...